গীতা মায়ের জন্মদিন আজ

0
417

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

দর্জিপাড়ার অনাদিবন্ধু মিত্রর মেয়ে গীতা খুব ভাল গান গাইতেন। শিখেছিলেন রাধারানি দেবীর কাছে। মাত্র সাত বছর বয়সে ধীরেন গাঙ্গুলির ছবি ‘আহুতি’ তে ছোট্ট একটা রোলে কাঁপিয়ে অভিনয় করেছিলেন। সেটাই ছিল তাঁর প্রথম ছবি।

Gita Dey | newsfront.co

এরপর আরও কিছু ছবিতে টুকটাক অভিনয়ের পরেই মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয় তালতলার ব্যবসায়ী পরিবারের ছেলে অসীম কুমারের সঙ্গে। এরপর কেটে গিয়েছিল পাঁচ-ছয়টি বছর। শিশিরকুমার ভাদুড়ির হাত ধরে ফিরলেন অভিনয়ে।

Gita Dey | newsfront.co

‘তখত-এ-তাউশ’ নাটকে একটা ছোট্ট অভিনয় শিশির কুমারকে বলে দিয়েছিল এই মেয়ে অনেকদূর যাবে। আর সেটাই হয়েছিল। শ্যামাঙ্গী গীতা দে একের পর এক থিয়েটারে নিজেকে প্রমাণ করেছেন। ১৯৭১ সাল অবধি এক নাগাড়ে অভিনয় করেছেন মঞ্চে।

আরও পড়ুনঃ ‘অর্নব-দ্যা নিউজ প্রস্টিটিউট’: অর্নবকে নিয়ে রামগোপাল বর্মার নতুন ছবি

সিনেমাজগতেও তাঁর অবদান নিয়ে কথা তোলা বাতুলতা মাত্র। ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’, ‘তিনকন্যা’, ‘কত অজানারে’, সঞ্জয় সত্ত, বিদ্যা বালন অভিনীত ‘পরিণীতা’ ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন তিনি।

নেগেটিভ এবং পজিটিভ দুই রোলেই পর্দা কাঁপিয়েছেন তিনি। এহেন গীতা মায়ের আজ ৮৯ তম জন্মদিন। গায়িকা তথা অভিনেত্রী ইন্ডাস্ট্রিকে কাঁদিয়ে বিদায় নেন ২০১১ সালের ১৭ জানুয়ারি। তাঁকে মানুষ গীতা দে’র থেকেও বেশি মনে রাখেন গীতা মা হিসেবে। এই নামে তাঁকে সবাই ডাকতেন। আজও ডাকেন। গীতা মায়ের জন্মদিনে নিউজ ফ্রন্ট পরিবারের তরফ থেকে রইল শ্রদ্ধার্ঘ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here