সন্ধ্যাতারার জন্মদিন

0
643

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সুরের জাদুকরী তিনি। তাঁর আজ ৮৯ তম জন্মদিন। নিউজফ্রন্টের তরফ থেকে জীবন্ত কিংবদন্তির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

Sandhya Mukherjee | newsfront.co

শিল্পীর শিল্পকীর্তি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর সুরের জাদুতে বশ হননি এমন মানুষ নেই বললেই চলে। ১৯৩১ সালের ৪ মার্চ ঢাকুরিয়াতে নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হেমপ্রভা দেবীর কোলে জন্ম তাঁর। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার ১৯১১ সাল থেকে ঢাকুরিয়ার স্থায়ী বাসিন্দা।

Sandhya Mukherjee | newsfront.co

অসংখ্য বাংলা আধুনিক ও ছায়াছবির গান ছাড়াও ১৭ টি হিন্দি ছবিতে নেপথ্য গায়িকার ভূমিকা পালন করেন তিনি। বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে নেপথ্য গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হন সন্ধ্যা তারা।

আরও পড়ুনঃ ফের রিলিজ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র গান

বাঙালি কবি শ্যামল গুপ্ত’র সঙ্গে ঘর বাঁধেন ১৯৬৬ সালে। গীতশ্রীর অনেক গানের কথা তাঁরই কলম সৃষ্ট। সঙ্গীতজগতে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে কণ্ঠজুড়িতে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম আসে সবার আগে। এই জুটির কণ্ঠেই জীবন্ত হয়ে উঠত উত্তম-সুচিত্রার অনস্ক্রিন কেমেস্ট্রি।

গীতশ্রী সন্ধ্যাতারার কণ্ঠ মানেই ঠোঁটের কারিকুরিতে সুচিত্রা সেন- এমন ভাবনা বদ্ধমূল হয়ে আছে বাঙালির মনে। এহেন সন্ধ্যাতারার আগামী সুস্থ-সুন্দর ও বর্ণময় হোক এই কামনাই করে নিউজফ্রন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here