নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সংগঠনকে প্রসারিত করার লক্ষ্যকে সামনে রেখে শেষ হলো প্রধান শিক্ষকদের একদিনের সম্মেলন।ওয়েষ্ট বেঙ্গল হেডমাস্টার্স কনসিলিয়ামের অষ্টম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার।মেদিনীপুর শহরের কেরানীটোলা শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত এই সভায় পশ্চিম মেদিনীপুর জেলা সহ অন্যান্য জেলার ৬০ জন প্রধান শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।বর্তমান সময়ে প্রধান শিক্ষক দের কাজের নানা সমস্যা ও তার সমাধানের বিষয়ে আলোচনা হয়।উপস্থিত নেতৃত্ব ছাড়াও আলোচনায় অংশ নেন দশ জন প্রতিনিধি। সম্মেলনে শেষে সংস্থার রাজ্য সভাপতি হিসেবে পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলের তারাশঙ্কর মহাপাত্র এবং রাজ্য সম্পাদক হিসেবে নেপুরা হাইস্কুলের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী নির্বাচিত হন।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি হিসেবে চাঁদড়া হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন সামন্ত ও সম্পাদক হিসেবে হরিশপুরের দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পন্ডা নির্বাচিত হন।এদিনের সভায় সংস্থার বিদায়ী প্রতিষ্ঠা রাজ্য সম্পাদক মোহনানন্দা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ ভূঞ্যাকে মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। এদিনের সভায় উদ্বোধনী সঙ্গীত ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী এবং চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।সভা সঞ্চালনা করেন পন্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিনোদ মন্ডল।সাধারণত বছরের মহালয়ার দিনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
আরও পড়ুনঃ প্রতীতির সাহিত্য আসর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584