নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অষ্টম জেলা শিল্প বানিজ্য মেলা হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের মেদিনীরপুর শহরে ৷ মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি সদন প্রাঙ্গনে এই মেলা শুরু হয়েছিল ২২ জানুয়ারি থেকে ৷
যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শিল্পোদ্যোগী ও শিল্পপতিরা সামিল হয়েছিলেন ৷ বিভিন্ন ছোটখাটো শিল্পের পসরা নিয়ে সাজানো হয়েছিল মেলাটি ৷ উৎপাদিত সামগ্রীর বাজারজাত করন ও শিল্পপতিদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরীই মেলার উদ্দেশ্য ছিল ৷ যা অনেকখানি সাধিত হল বলেই উদ্যোক্তাদের দাবি ৷
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্রস অফ কমার্স অন্ড ইন্ডাস্ট্রি এবং খাসজঙ্গল এন্টাপ্রেনিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মেলার আয়োজন গত সাত বছর ধরে জেলাতে হয়ে আসছে ৷
সহ উদ্যোক্তা হিসেবে রয়েছে কোল্ড স্টোরেজ এসোসিয়েশন, রাইসমিল অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠন রয়েছে ৷ এর উদ্দেশ্য-স্থানীয় ছোট শিল্পোদ্যগীদের জন্য বিপননের ব্যাবস্থা করা ৷ সেই সঙ্গে বড় শিল্পপতিতেদর সঙ্গে সাক্ষাত করে ব্যাবসায়ীক সম্পর্ক তৈরী ৷ প্রয়োজনে সহযোগীতার মাধ্যমে ব্যাবসাকে বাড়নো৷
আরও পড়ুনঃ আদিবাসী মেলায় সিএএ বিরোধিতা সভাধিপতির
জেলাতে খড়্গপুর, মেদিনীপুর খাস জঙ্গল সহ শালবনীতে বর্তমানে শিল্পকেন্দ্র তৈরী হয়েছে ৷ তাছাড়াও জেলার ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ওড়িশা যাওয়ার পথেও বিভিন্ন শিল্প গত সাতবছরে বেড়েছে ৷
বানিজ্যমেলার দ্বারা শিল্পপতিদের আমন্ত্রন জানিয়ে শিল্পের এই ভাবেই শিল্পের পরিধি বেড়েছে বলে দাবি উদ্যোক্তাদের ৷ মেলাতে সাজানো স্টলে ভারি শিল্পের বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি হস্ত শিল্পের নানা সম্ভার সাজানো হয়েছে ৷
যা দেখতে ও কিনতে ভীড় ছিল প্রতিদিনই ৷ গত বছর ৪৫ টি স্টল দেওয়া হয়েছিল শিল্প মেলাতে ৷ এবার স্থানাভাবে ৩৫ টি স্টল রয়েছে বলে দাবি আয়োজকদের ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584