শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে রাজ্যে মোট কত আক্রান্ত, তা ঘোষণা করা হয়নি। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, আক্রান্ত ৯২২, এর মধ্যে মৃৃত ৩৩ ও সুস্থ হয়ে উঠেছেন ১৫১ জন।
কিছুদিন আগে নবান্নে মুখ্যসচিব দাবি করেছিলেন, করোনা পজিটিভ হয়ে ১০৫ জন মারা গিয়েছেন। তবে এর মধ্যে ৭২ জন কো-মর্বিডিটিতে মারা গিয়েছে বলে দাবি ছিল রাজ্য সরকারের। সেই তথ্য ধরলে রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।
রাজ্যে এই মুহূর্তে ১০টি জেলা রেড জোনে, ৫টি অরেঞ্জ ও ৮টি গ্রিন জোনে রয়েছে। এই মুহূর্তে দেশের করোনা ম্যাপে দশম স্থানে থাকলেও সংক্রমণের হার অনুযায়ী পশ্চিমবঙ্গ দ্রুত অবস্থান পরিবর্তন হয়ে তালিকার ওপরে উঠে আসতে পারে বলে দাবি বিশেষজ্ঞ মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584