চৌধুরী পরিবারের সলিল স্মরণ

0
139

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

১৯ নভেম্বর প্রবাদপ্রতীম সলিল চৌধুরীর ৯৫ তম জন্মদিন। তাঁর পরিবারের সদস্যরা স্মরণ করবেন কিংবদন্তি শিল্পীর সৃষ্টিকে। এবার মহামারীর কারণে অনুষ্ঠানটি হবে ভার্চুয়াল-এ, অন্তরা চৌধুরীর ইউটিউব চ্যানেল থেকে। গানে থাকছেন অন্তরা চৌধুরী। সঞ্জয় চৌধুরী থাকবেন গানে, কথায়, ব্যাকগ্রাউন্ড মিউজিকে।

chowdhury family | newsfront.co

সঞ্চারী চৌধুরী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন, গানও গাইবেন। স্মৃতিচারণ করবেন বড় ছেলে ববি চৌধুরী।
অন্তরা চৌধুরী জানান- “এই বছরটা বাড়িতে থেকেই নিজেদের মতো করে দিনটা পালন করব। পরিবারের প্রায় সকলেই অংশ নেব।

salil chowdhury | newsfront.co

sing song | newsfront.co

কিছু বিশেষ চমকও দর্শক বন্ধুদের জন্য অপেক্ষা করছে। সমগ্র অনুষ্ঠানটির আলাপচারিতা হবে ইংরেজি ভাষায়। আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেই এই ভাবে ভেবেছি। আশা করি সবার ভাল লাগবে।”

আরও পড়ুনঃ আলোর উৎসবে হাজির ডার্ক থ্রিলার ‘প্রতিদ্বন্দ্বী’র টিজার

অনুষ্ঠানটি আগামী ১৯ নভেম্বর, ভারতীয় সময় সকাল ৬ টা থেকে অন্তরা চৌধুরীর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।অনুষ্ঠানটি ‘সলিল চৌধুরী ফাউন্ডেশন অফ মিউজিক, সোশ্যাল হেল্প অ্যান্ড এডুকেশন ট্রাস্ট’- এর নিবেদন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here