নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা পজিটিভে প্রতিদিন নিত্য নতুন রেকর্ড করছে মালদহ। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯৬ জন করোনা পজিটিভ সংক্রামিতের হদিশ মিলেছে। সবচেয়ে বেশি সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে রতুয়া ১ নম্বর ব্লকে। সেখানে সংক্রামিত হয়েছেন ৬১ জন। কালিয়াচক ৩ নম্বর ব্লকে ৭ জনের সংক্রমণ ধরা পড়েছে।
কালিয়াচক ২ ও চাঁচল ১ নম্বর ব্লকে একজন করে করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া গাজোলে দুজন ও ইংরেজবাজার ব্লকের গ্রামীণ এলাকায় পাঁচজনের করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে। ইংরেজবাজার পুরসভা এলাকায় সংক্রামিত হয়েছেন ১৯ জন।
আরও পড়ুনঃ করোনা মুক্ত কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি
এর মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডে তিনজন, ৩, ৪, ৫ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুজন করে করোনা সংক্রামিত হয়েছেন। ৭, ৮, ১৩, ১৪, ১৮ ও ২৭ নম্বর ওয়ার্ডে একজন করে সংক্রামিতের হদিশ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে মালদহ জেলায় মোট করোনা পজিটিভ সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২৬। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৭০০ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584