মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশ। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। জখম হয়েছেন অন্তত ২৭ জন। বৃহস্পতিবার সকালে দেওয়া থানার বারাবাঁকির কাছে একটি দিল্লিগামী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ন’জনের। জখম অন্তত ২৭ জন।
জানা যায়, উত্তরপ্রদেশের বাহরাইচ থেকে দিল্লি যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত ওই দোতলা বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে পুলিশ। তারপর তাঁদের লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে ভরতি করা হয়। আহতদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
9 people killed, 27 injured in collision between a truck and a passenger bus in Barabanki. The injured have been shifted to Trauma Centre, says DM Barabanki. pic.twitter.com/WqaMlPyBEv
— ANI UP (@ANINewsUP) October 7, 2021
আরও পড়ুনঃ ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, মৃত কমপক্ষে ২০
উত্তরপ্রদেশের বারাবাঁকির এই পথ দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি এই পথ দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা এবং মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584