নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নতুন করে ইসলামপুরে ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এই রিপোর্টকে ঘিরে দ্বিধায় পড়েছে প্রশাসন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে ইসলামপুর মহকুমা এলাকার যে রিপোর্ট এসেছে, তাতে ৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তা নিয়ে দ্বিধায় পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
রিপোর্টে জানা গিয়েছে, ১৪ মে ইসলামপুর থেকে ৯ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল। তবে ১০ দিন পর শরীরে করোনা ভাইরাস থাকে না বলে জেলা স্বাস্থ্য দফতরের দাবি। সেকারণে বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুনঃ সংশোধনাগারে নেশার সামগ্রী না পেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
পাশাপাশি শুক্রবার মালদহ মেডিক্যাল থেকে যে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছিল, তাদের অধিকাংশ ব্যক্তির নাম ও ঠিকানা ভুল থাকায় তাদের খুঁজে পায়নি প্রশাসন। মাত্র ১৩ জনকে শনাক্ত করে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা নিয়ে জেলা প্রশাসন মুখে কুলুপ এঁটেছে।
তাদের পরিস্কার বক্তব্য, যা বলার রাজ্যের স্বরাষ্ট্র সচিব বলবেন। একই ঘটনা ঘটেছে এক্ষেত্রেও। নতুন এই ৯ জন কোন এলাকার বাসিন্দা তা স্বাস্থ্য দপ্তর স্পষ্ট করে জানায়নি। করোনা পজিটিভ রোগীর সুস্থ হয়ে ওঠার উদাহরণ দিয়ে প্রশাসন অযথা আতঙ্কিত হতে এলাকাবাসীকে নিষেধ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584