পূর্ণবয়স্ক লক্ষ্মীপেঁচা উদ্ধার বেলদা থানার বড়মোহনপুর গ্রামে

0
85

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

একটি পূর্ণবয়স্ক লক্ষ্মীপেঁচা উদ্ধার হলো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বড়মোহনপুর গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার সাতসকালে বড়মোহনপুর গ্রামে সুশীল মাইতি বাবুর বাড়ির উঠানে একটি অসুস্থ পেঁচা দেখতে পায় তার ছেলে চয়ন মাইতি। ঠোঁটের উপরের দিকে সামান্য আঘাত রয়েছে ওই পেঁচার। প্রায় উড়তেও পারছিল না পেঁচাটি। সেটিকে ধরে সঙ্গে সঙ্গে খাঁচা বন্দি করে রাখেন তারা। এরপর খবর দেওয়া হয় বেলদা বন বিভাগে।

White Owl | newsfront.co
উদ্ধার হওয়া পেঁচা। নিজস্ব চিত্র

সুশীল বাবুর ছেলে চয়ন মাইতি জানান -“আমাদের বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার পেঁচা উদ্ধার হলো। গতবছর ২রা জানুয়ারি এইরকম একটি পেঁচা উদ্ধার হয়েছিল।কাকতালীয়ভাবে তার আগের দিন আমার ভাইয়ের একটি মেয়ে হয়েছিল। তারপর বাড়িতে পেঁচা আশায়, বাড়িতে শুভ ভেবে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। বছর গড়াতেই আবার দ্বিতীয়বার এই পেঁচা উদ্ধার হলো।গতবারের মতো এবারও আমরা বেলদা বন বিভাগে এই পেঁচাটিকে দিয়ে দিয়েছি”।

আরও পড়ুনঃ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত কিশোরীর পাশে দাঁড়ালেন ব্যবসায়ী অরূপ সাহা

owl rescue | newsfront.co
নিজস্ব চিত্র

বেলদা বনবিভাগের ফরেস্ট গার্ড কিঙ্কর চন্দ ও দেবাশীষ রাউত দুইজন কর্মচারী মিলে ওই পেঁচাটিকে খাঁচা বন্দি করে নিয়ে যান। বনকর্মী কিংকর চন্দ্র জানান-“পেঁচাটি পূর্ণবয়স্ক লক্ষ্মীপেঁচা। ঠোঁটের দিকে আঘাত লাগার কারণে সামান্য অসুস্থ রয়েছে। দিনের আলোতে পেঁচারা ঠিকঠাক দেখতে পায় না। ওই দিনের আলোতে হয়তো কোন কাক একে আঘাত করেছে।আমরা বর্তমানে পেঁচা টিকে নিয়ে গিয়ে চিকিৎসার পর ছেড়ে দেবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here