নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চার বছরের শিশুর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর নাম বর্না সরকার। জানা গিয়েছে যে বেশ কিছুদিন আগে স্থানীয় এক বিদ্যালয়ে ভর্তি করা হয় বর্নাকে। বুধবার বাড়ির পাশে শাড়ি পড়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যায় বর্না।
এরপর অঞ্জলি শেষে করেই ঠাকুরের সামনে রাখা বই উঠাতে যায় এবং সেই সময় বর্নার ঠাকুমা সুষমা সরকার তাকে বলেন যে আজকে বই উঠাতে হয়। এরপর সে তখন সেখান থেকে চলে যায়। তবে কোন এক সময় পুজো মন্ডপে চলে যায় এবং মন্ডপে জ্বলতে থাকা মোমবাতি থেকে আগুন ধরে যায় ওই শিশুটির শাড়িতে।
এই দেখে বর্নার ঠাকুমা কোন মতে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে মৃত্যু হয় বন্যার। এর পরেই গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584