দৃষ্টি প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন লাভ করলো

0
343

শ্যামল রায়,নবদ্বীপঃ
১৯৯০ সাল থেকে যাত্রা শুরু করেছিল একজন মাত্র অন্ধ ছাত্রীকে নিয়ে। দেখতে দেখতে ২৮ টি বছর অতিক্রান্ত করে ফেলল নবদ্বীপ শহরের দক্ষিণাঞ্চলে নবদ্বীপ বাস বাসস্টান্ড সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র অন্ধ বিদ্যালয়টি। এবছর মাধ্যমিকের অনুমোদন পেয়েছে অন্ধ আবাসিক বিদ্যালয়টি।
সোমবার বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য্য জানিয়েছেন যে দীর্ঘদিন আমাদের দাবী ছিল মাধ্যমিক অনুমোদনের। সেই দাবি চলতি আর্থিক বছরে পূরণ হল। খুশি ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবক অভিভাবকেরা সেই সাথে স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে যে বিদ্যালয় পঠন-পাঠনের জন্য শিক্ষক রয়েছেন ১০ জন। এছাড়াও অশিক্ষক ও অস্থায়ী শিক্ষক মিলে রয়েছেন আরও ৮জন।
ছাত্র-ছাত্রী সংখ্যা রয়েছে মোট ৫২ জন।
এটি একটি আবাসিক অন্ধ বিদ্যালয়। জানা গিয়েছে যে সারা বাংলায় রয়েছে এই রকম সরকার অনুমোদিত অন্ধ বিদ্যালয়ের সংখ্যা ৫টি। নবদ্বীপের আচার্য প্রফুল্ল চন্দ্র অন্ধ বিদ্যালয়টি নিয়ে মোট ছয়টি সরকারি অন্ধ বিদ্যালয়।
প্রধান শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য্য জানিয়েছেন যে এই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা সকলেই নুন আনতে পান্তা ফুরায় এরকম ধরনের পরিবারের ছেলে মেয়ে। তাদের সমস্ত দায়ভার বিদ্যালের কর্তৃপক্ষের অধীন।
আরও জানা গিয়েছে যে ইতিমধ্যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিভাবান কাজে সফলতার সঙ্গে স্বীকৃতি লাভ করেছে। ক্যারাটে সঙ্গীত দাবা খেলা তে রাজ্যের মধ্যে বিশেষ কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করেছে এই বিদ্যালের অন্ধ ছাত্রছাত্রীরা। তারজন্য মিলেছে পুরষ্কারও।
আগামী দিন এই অন্ধ বিদ্যালয়টি ডিগ্রি কলেজের মর্যাদা পাবে এই আশায় বুক বেঁধেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক-শিক্ষিকাদের দাবি নবদ্বীপ প্রথম থেকেই অক্সফোর্ড হিসাবে পরিচিতি ছিল। এই অক্সফোর্ড নবদ্বীপ শহরে অন্ধদের জন্য একটি ডিগ্রী কলেজ বাস্তবায়িত হলে উপকৃত হবেন নবদ্দীপ বাসি। বিদালয়ের ছাত্র সাগর খান সুমন ঘোষ মারুফা খাতুন আসমিরা খাতুন গৌতম মুনডারী জানিয়েছেন যে আমাদের পড়াশোনার প্রবল ইচ্ছা রয়েছে কিন্তু চিন্তা হয় এই বিদ্যালয় থেকে মাধ্যমিক করার পর কোথায় গিয়ে আবার পড়া শুরু করব তাই এই বিদ্যালয়টি ডিগ্রি কলেজের অনুমোদন পেলে আমাদের মত গরীব ঘরের ছেলে মেয়েদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়ার কোন সমস্যা থাকবে না।
তাই আমরাও দাবি করছি শিক্ষা দপ্তর যাতে ডিগ্রি কলেজের অনুমোদন দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here