নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গোটা দেশজুড়ে বিস্তার করেছে করোনার থাবা। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অন্যান্য বছর এমন সময়ে রক্তের সংকট মেটাতে একাধিক বেসরকারি সংস্থা রক্তদানে উদ্যোগী হয়। কিন্তু চলতি বছরে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তেমনভাবে রক্ত সংগ্রহ হয়ে ওঠেনি।
এমন পরিস্থিতিতে এবার রক্ত সংকট মেটাতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের নাটশাল- ১নং অঞ্চলের তৃণমূল- কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ নলহাটিতে প্রতিবাদী যুবককে পিটিয়ে মারল স্থানীয় জনতা
এদিনের রক্তদানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কো মেন্টর হাবিবুর রহমান, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ অনন্দময় অধিকারী, রাজু মল্লিক সহ অন্যান্যরা। এদিন সামাজিক দূরত্ব মেনে সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় একশোর বেশি মানুষ রক্তদান করেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584