উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গাড়িতে ফেরার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ চালানো হয় বলে স্বয়ং অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এই আক্রমণের জন্য পা, হাত কোমর ও বুকে জখম হন। গতকালই তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত ও শিশির বাজোরিয়া। তাঁরা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানান, গোটা ঘটনার তদন্ত করতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা।
এই ব্যবস্থায় রয়েছে এমন নিরাপত্তা যে, মুখ্যমন্ত্রীর চারফুটের মধ্যে কারো পক্ষে যাওয়া সম্ভব নয়। এমন আঁটোসাঁটো ব্যবস্থার মধ্যে চার পাঁচ জন সাধারণ মানুষের ঢোকা কার্যত অসম্ভব। এবিষয়ে রাজ্যের পুলিশের কাছে উত্তর চাইল বিজেপি। এরপর নির্বাচন কমিশনের মাধ্যমেও জবাব চাইল তারা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুজোপাঠ মহিষাদলে
তবে এসএসকেএম-এ দেখতে এসেছিলেন তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ারে মিছিল
তথাগত রায় বললেন, “সৌজন্যের খাতিরেই দেখতে এসেছিলাম। যদিও তাঁর সাথে দেখা হয়নি। দেখা হলে ভালো লাগত। ডিরেক্টরের উপস্থিতিতে অরূপবাবুর সাথে কথা হল। আমরা এখানে মানবতার খাতিরে এসেছিলাম। আমাদের সবরকমের শুভেচ্ছা রইল। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই চাই।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই কিছু বলবেন। অথবা তাঁরা আরও কিছু বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584