নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মহা সমারোহে সম্পন্ন হল সিমলা ‘A বং পজিটিভ’ নাট্যদল আয়োজিত কলকাতার একমাত্র স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল ‘রংমশাল’ ২০২০-২০২১। এটি ছিল তাদের চতুর্থ বছর। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য, বাংলা থেকে হারিয়ে যাওয়া প্রাচীন শিল্পগুলিকে একই মঞ্চে নিয়ে আসা। এ বছর প্রায় তিনশোজন শিল্পী বিভিন্ন জেলা থেকে এসে এই কলকাতা শহরকে মাতিয়ে তুললেন তাঁদের বিভিন্ন শিল্পধারার মাধ্যমে।
এবারের উৎসবে ছিল- পটের গান, বিহু, ধামাইল, ছৌ-নাচ, পুতুল নাচ, মূকাভিনয়, পথ নাটক, ঝুমুর, মানব পুতুল, রনপা, রায়বেশে ছৌ এর মতো হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শিল্প মাধ্যম। মূলত দীর্ঘদিন ধরেই নবীন ছেলে-মেয়েরা পথে পথে ঘুরে আর্থিক অনুদান সংগ্রহ করে এই উৎসব কলকাতাবাসীর কাছে তুলে ধরার এক প্রচেষ্টা নিয়েছে।
এবারের উৎসবে হাজির ছিলেন মানসী হালদার, রজত গাঙ্গুলি, শুভাশিস মুখার্জি, প্রিয়াঙ্কা সরকার, শিলাজিৎ মজুমদার , অনিন্দ্য বান্যার্জি, লামা হালদার, দেবেশ রায় চৌধুরী, পঙ্কজ মুন্সি, নিমাই ঘোষ, কিঞ্জল নন্দ, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ দে, অনুভব কাঞ্জিলাল, সৌম্য ঋত সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ ১ মার্চ থেকে টিভির পর্দায় ‘ফেলনা’
অনুষ্ঠানের প্রথম দিন উপস্থিত ছিলেন অভিনেতা মানসী সিনহা ও রজত গাঙ্গুলি। অনুষ্ঠানের শেষ দিনে নাট্য সম্মান দেওয়া হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শুভাশিস মুখার্জি, পঙ্কজ মুন্সি, নিমাই ঘোষকে। তাঁদের হাতে এই সম্মান তুলে দিলেন অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি। এছাড়াও বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বিগত বছরগুলির মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584