করোনা ঠেকাতে গোমূত্র পান করে অসুস্থ যুবক, ভর্তি হাসপাতালে

0
26

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

করোনা রুখতে এক ছিপি গোমূত্র খেয়েছিলেন। তারপরেই নাকি শরীর অস্থির করতে শুরু করে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

a boy injured to drink cow urine | newsfront.co
চিকিৎসাধীন যুবক। নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা শিবু গড়াই। বছর ৪২ এর এই যুবক পেশায় কাপড়ের  ব্যবসায়ী।

a boy injured to drink cow urine | newsfront.co
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গড়বেতায় বিশালাকৃতির গোখরো উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তিনি। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, দিন পনেরো আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন শিবু।

দু’দিন সেখানে ছিলেন। ফেরার সময় দেড়শো টাকা দিয়ে কিনে আনেন ৪০০ মিলিলিটারের গোমূত্রের শিশি। বাড়িতেই রেখে দিয়েছিলেন তা। করোনা আশঙ্কায় শিবুবাবু মঙ্গলবার রাতে সেই শিশি খুলেই এক ছিপি গলায় ঢালেন। তারপরেই নাকি অসুস্থ বোধ করতে থাকেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here