পোলক স্ট্রিটে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণে ২২টি ইঞ্জিন, উদ্ধার ব্যক্তি

0
37

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

Fire at flat | newsfront.co
লেলিহান শিখা। নিজস্ব চিত্র

ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ আগুন লাগে পোদ্দার কোর্টের কাছে পোলক স্ট্রিটে বহুতলের তিন তলায়। প্রথমে দমকলের ৬ টি ইঞ্জিন আর পরে আরও ১৬ টি ইঞ্জিন এসে মোট ২২ টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়।

Massive fire | newsfront.co
নিজস্ব চিত্র

সন্ধ্যা সাড়ে ৭ টা আগুন নেভার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আটকে থাকা এক ব্যক্তিকে। ওই ব্যক্তি পাঁচতলার ছাদে আটকে পড়েছিলেন বলে জানিয়েছে দমকল। এ দিন বিকেল ৪.৩০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাৎ পোদ্দার কোর্টের কাছে পোলক স্ট্রিটের ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন।

Fire incident | newsfront.co
নিজস্ব চিত্র

প্রায় সঙ্গে সঙ্গে দেখা যায় আগুনের লেলিহান শিখা। স্থানীয়দের চেষ্টাতেই খবর যায় দমকলে। দমকল জানিয়েছে, ওই বহুতলের তৃতীয় তলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় প্রথমে আগুন দেখা যায় তারপর তা ওই তলা-সহ পরবর্তী চতুর্থ তলাকেও গ্রাস করে।

Fire | newsfront.co
নিজস্ব চিত্র

আগুন লাগার পর ৬ তলা বিল্ডিং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ বহুতলে রয়েছে একাধিক অফিস ও ব্যাঙ্কের শাখা৷ আগুনের গ্রাসে ভেঙে পড়ে বহুতলের একটা অংশের শেড৷ এদিকে ধোঁয়া বের হতে দেখে সবাই বেরিয়ে আসলেও একজন ভিতরে আটকে পড়েন৷ তবে তিনি ছাদে চলে যান৷ পরে দমকল হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসে৷

আরও পড়ুনঃ আনন্দপুরে সদ্যোজাত সন্তানকে খুন, ৬ মাস পর স্বীকার করে গ্রেফতার মা!

Police interruption | newsfront.co
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। নিজস্ব চিত্র
Firhad Hakim | newsfront.co
ঘটনাস্থলে পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র

দমকল ও কলকাতা পুলিশের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে৷ ঘটনাস্থলে পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷  তিনি দমকলকর্মীদের কাজের প্রশংসা করে বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তি আতঙ্কিত থাকলেও সুস্থ আছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here