নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ইতিমধ্যেই এশিয়া তথা দেশের মধ্যে প্রধান কিষাণমান্ডির শিরোপা পেয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা কৃষক বাজার। ওই কৃষক বাজারকে ঢেলে সাজাতে এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছিল জেলা প্রশাসন ও রাজ্য কৃষি বিপণন দফতর।
বুধবার ওই কৃষক বাজারে ৪ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ১০০ টি স্টল তুলে দেওয়া হয়েছে কাঁচামাল ব্যাপারীদের হাতে। এছাড়াও ২০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে একটি ২০০ মেট্রিক টনের মাল্টিপারপাস গোডাউন। সঙ্গে ফালাকাটা কৃষক বাজার ঢোকার মুখে দোলং নদীর উপর দুর্বল সেতুকে নতুন করে গড়ে তোলার জন্য বরাদ্দ হয়েছে ৮২ লক্ষ টাকা।
বুধবার সব ক’টি প্রকল্পের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, রাজ্য উদ্বাস্তু পুনর্বাসন দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ পূর্ত কর্মাধ্যক্ষকে সংবর্ধনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার
এলাকার কৃষকরা আশাবাদী, ফালাকাটা কিষাণমান্ডির পরিকাঠামো উন্নয়নের ফলে আগামীতে কৃষিজ বিপণনে জোয়ার আসবে বলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584