রক্ষকের নেই কোন সুরক্ষা, এগিয়ে এলেন ব্যবসায়ী

0
46

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

করোনা মোকাবিলায় ২৪ ঘন্টা কাজ করে চলেছে পুলিশ কর্মীরাও। হব্বিপুর থানার পুলিক কর্তা থেকে অফিসারেরা নিয়মিত কাজ করলেও তাদের কাছে নেয় পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজার।

police | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার হব্বিপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রকাশ শর্মা তাঁর নিজের উদ্যোগে থানার সমস্ত পুলিশ অফিসার ও কর্মীদের জন্য মাস্ক স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস প্রদান করেন। বুলবুলচন্ডী মোড়ে হব্বিপুর থানার আইসি পূর্নেন্দু মুর্খাজির হাতে তিনি সে সব তুলে দেন।

take care | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোভিড-১৯ মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে আর্থিক অনুদান বোর্ড অফ কাউন্সিলের

এছাড়াও বুলবুলচন্ডী ও আইহো নাকা চেকিং-এ কর্মরত পুলিশ ও সিভিকদের মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস দেওয়া হয়। এছাড়াও কর্মরত পুলিশ কর্মীদের জন্য জল খাওয়ারের ব্যবস্থা করেন। হব্বিপুর থানার ৯ জন অফিসারের জন্য ৯ টি এন- ৯৫ মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।

সমস্ত পুলিশ ও সিভিকদের জন্য প্রায় দুইশোটি কাপড়ের মাস্ক ও একটি করে স্যানিটাইজার দেওয়া হয়।ব্যবসায়ী প্রকাশ শর্মা জানান, পুলিশ কর্মীরা আমাদের সুরক্ষা দিতে কাজ করে চলেছেন। ওনাদের পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজার নেয়। তাই আমি এই উদ্যোগ নিয়েছি।

হব্বিপুর থানার আইসি পূর্ণেন্দু মুর্খাজি জানান, উনি আমাদের পরিশ্রম উপলব্ধি করছেন, আমাদের কথা ভাবছেন এটা খুব ভাল লাগছে। আমাদের পুলিশ ও সিভিকদের জন্য মাস্ক ও স্যানিটাইজার দেওয়ায় খুব উপকার হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here