দেশের সংকটে সারমেয়দের পাশে দাঁড়াল বৈঁচীগ্রামের ৮চালা গ্রুপ

0
148

মোহনা বিশ্বাস, হুগলীঃ

করোনা ভাইরাসের প্রকোপে স্তব্ধ জনজীবন। দেশ জুড়ে চলছে লকডাউন, আর তার সাথে জেলার প্রায় বেশ কয়েকটি জায়গায় শুধুই হাহাকারের ছবি। তবে এ হাহাকার কোন সাধারণ মানুষের নয়, এ ছবি শুধুই সারমেয়দের । মুদিখানার দোকান, ওষুধের দোকান আর সবজি বাজার ছাড়া সমস্ত দোকানই বন্ধ থাকছে।

foodgiven | newsfront.co
খাবার দান, জীবন দান। নিজস্ব চিত্র

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি হয়েছেন প্রত্যেকটি মানুষ। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে পা রাখছেন না। ফলে অনাহারে ভুগছে রাস্তার অবলা প্রাণীরা।

feed | newsfront.co
একটু আহার। নিজস্ব চিত্র

দেশের এই সংকটের সময় খাবার পাবে কোথায় তারা? এবার এদের সাহায্য করতে এগিয়ে এল একদল যুবক। ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল অর্থাৎ রাজ্যে লকডাউন যতদিন চলবে ততদিন হুগলীর বৈঁচীগ্রামের সমস্ত পথকুকুরদের খাবারের দায়িত্ব নিল ৮চালা গ্রুপ।

dogs feed | newsfront.co
অভুক্ত সারমেয়দের দান। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শুধু পরিবারই নয়, এবার ত্রাণ পেলেন ব্যবসায়ীরাও

প্রতিদিনই দুপুরে ভাত ডাল তরকারি খেতে দেওয়া হবে সারমেয়গুলিকে। প্রথমদিনে পথ সারমেয়দের ভাত, ডাল, ডিম রান্না করে দেয় ৮চালা গ্রুপের সদস্যরা। শুধু পথ সারমেয়দের জন্যই এই ব্যবস্থা তা কিন্তু না। অভুক্ত দুঃস্থদের জন্য চাল, ডাল, বিস্কুট, তেল, সাবান দেয় এই ৮চালা গ্রুপ।

তাদের দেওয়া এই সকল সামগ্রীগুলি দুঃস্থদের হাতে তুলে দেবে পাণ্ডুয়া থানা। দেশের এই কঠিন সময়ে আবারও মানবিকতার পরিচয় দিল বৈঁচীগ্রামের ৮চালা গ্রুপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here