স্বর্গীয় পিতার স্মৃতি উদ্দেশ্যে দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান ব্যবসায়ীর

0
31

মনিরুল হক, কোচবিহারঃ

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত মানবতা। অধিকাংশ মানুষই অসহায় দারিদ্র পীড়িত। করোনার কারণে অসহায়ত্ব বেড়ে গেছে অনেকগুণ। কর্ম বন্ধ হওয়ায় সাধারণ মানুষের অভাবও বেড়ে গেছে। অভাবের তাড়নায় চিন্তিত অস্থির মানুষ স্বাভাবিক কাজ তথা জীবন-যাপনে গতি হারিয়ে ফেলেছে।

Relief | newsfront.co
নিজস্ব চিত্র

মানবতার উপকারে আসে এমন চিন্তাভাবনাও লোপ পেয়েছে। সেই বৈশ্বিক মহামারি করোনায় দুঃস্থ মানবতার সেবায় মানুষের রয়েছে অনেক করণীয়। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দিনহাটার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী রকি রায় চৌধুরী।

আরও পড়ুনঃ রোজার মধ্যেও ১৫ কিলোমিটার এসে রক্তদান করলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

বুধবার সকাল থেকে তার পিতা স্বর্গীয় বিমল কুমার রায় চৌধুরী স্মৃতি উদ্দেশ্যে মা এবং বন্ধুদের সহযোগিতায় দিনহাটা পুরসভার ২ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ প্রায় ১১১ জন মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এদিন সেখানে মূলত রকি বাবু ও তার মা ওই দুঃস্থদের খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, সয়াবিন, হলুদ, লবন, তেল, সাবান, আলু, টমেটো, গাজর, কোয়াস, কাঁচা লঙ্কা সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন রকি বাবুর বন্ধু রফিক খান, মিলন মোদক, হিমাংশু রায়, শুভজিৎ গাঙ্গুলি, রাকেশ কর্মকার, প্রসেনজিৎ বর্মন, অজয় কর্মকার সহ আরও অনেকে।

এদিন দিনহাটার স্বনামধন্য ব্যবসায়ী রকি রায় চৌধুরী বলেন, বর্তমান করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ। দীর্ঘ ১ মাসের বেশি লকডাউনের জেরে মানুষ অসহায় হয়ে পড়েছে। যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা অতি কষ্টে সংসার চালচ্ছে। তাদের কথা ভেবে স্বর্গীয় পিতা বিমল কুমার রায় চৌধুরীর স্মৃতি উদ্দেশ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল গত ২৮ তারিখ মঙ্গলবার।

কিন্তু শারিরিক অসুস্থতার কারণে আমাকে ভর্তি হতে হয় নার্সিং হোমে। সেখান থেকে ফিরে এসে পুরসভায় ২ নং ওয়ার্ডের ১১১ জন দুঃস্থ অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিই। পাশাপাশি তিনি আরও বলেন,লকডাউন যদি কোন কারনে বৃদ্ধি হয় তখন ওই এলাকার অসহায় দুঃস্থ মানুষ গুলির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব। স্থানীয় দুঃস্থ অসহায় মানুষেরা তার এই সহযোগিতা ও ত্রান পেয়ে খুবই খুশি। প্রাপকরা সকলে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here