নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনাকালে মানুষের নিত্যদিনের সঙ্গী এখন ‘মাস্ক’। N95, সার্জিক্যাল মাস্ক বাদেও বাজারে এসেছে নিত্যনতুন ডিজাইনের মাস্ক। এবার সেই মাস্ক বানানো হল সোনায় মুড়ে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে ১০৮ গ্রাম ওজনের সোনায় বানানো বাটানগরের ‘সোনার মাস্ক’।
জানা গিয়েছে, ১৫ দিন ধরে ওই সোনার মাস্কটি বানিয়েছেন চন্দন দাস নামের বজবজের এক ব্যবসায়ী। যা নেটিজেনদের চোখে রীতিমত ধাঁধা লাগিয়েছে। এরপর সেই সোনার মাস্কটি ৫ লক্ষ ৭০ হাজার টাকায় কেনেন বড়বাজারের এক ব্যবসায়ী। আর সেই সোনার মাস্কের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ‘সম্পত্তির নির্লজ্জ দেখনদারি’ বলে সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে।
আরও পড়ুনঃ স্কুল খুললেও হাজিরা বাধ্যতামূলক নয়, বাবা-মা চাইলে পাঠাবেন, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী
প্রসঙ্গত, এর আগে গতবছর জুলাইয়ে মহারাষ্ট্রের পুনের এক ব্যবসায়ী ৫৫ গ্রাম ওজনের, ২ লক্ষ ৮৯ হাজার টাকায় একটি সোনার মাস্ক কিনেছিলেন। এবার তাকেও ছাপিয়ে গেলেন এই ব্যবসায়ী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584