নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
উট নিয়ে উটকো ঝামেলায় পড়েছে মালদহের মানিকচক থানার পুলিশ। লকডাউন কার্যকর করার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বের পাশাপাশি এখন ওই থানার পুলিশের কাজ হয়েছে উট সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করা। সেকারণে কখনও বনদফতরে যোগাযোগ, কখনও ইন্টারনেট ঘেঁটে উটের বিষয়ে যাবতীয় তথ্য জানতে হচ্ছে পুলিশকে। থানার দায়িত্ব সামলে এসব করতে হচ্ছে ওসি গৌতম চৌধুরীকেই।
উটের খাবার কুল, নিম, বাবলার পাতা জোগাড় করতে এখন হিমসিম অবস্থা পুলিশের। কয়েকদিন আগে মানিকচকের লক্ষ্মীপুর-মোহনা গ্রাম থেকে এই উট উদ্ধার করেছে পুলিশ। মানিকচক থানা চত্বরে রাজকীয় ব্যবস্থায় রাখা হয়েছে উটটিকে। জানাগিয়েছে একটি উট উদ্ধার হয় মানিকচকের মোহনা লক্ষ্মীপুর গ্রামের বাগান থেকে। উট নিয়ে বন দফতর গা ঝেড়ে দিতেই বিপাকে পড়েছে মাকিকচক থানার পুলিশ। সেইসঙ্গে উটের খাওয়াদাওয়া, চিকিৎসা সহ সবরকম বন্দোবস্ত করতেই এখন হিমসিম অবস্থা পুলিশের।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে জৌলুসহীন দুর্গোৎসবের সিদ্ধান্ত রায়গঞ্জে
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া উটের দায়িত্ব বনবিভাগ নিতে চাইছে না। এটি তাদের এক্তিয়ারে নাকি পড়েনা। তাহলে পাঠাতে হয় রাজস্থানে। খোঁজ মিলেছে দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার। তারা এই উট মরু অঞ্চলে পাঠাতে আগ্রহী। তবে এই হস্তান্তর প্রক্রিয়ার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। তাই আদালতের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন গৌতমবাবু।
আরও পড়ুনঃ মরণ ফাঁদ মুংরেইল-বদলপুর গ্রামের সংযোগকারী সেতু, ক্ষুব্ধ স্থানীয়রা
তিনি বলেন, যতদিন না উটের কোনও সঠিক ব্যবস্থা হচ্ছে, ততদিন চিকিৎসার সঙ্গে খাবারের বিষয়টি খুব সতর্কভাবে পুলিশকেই দেখতে হচ্ছে।উটের খাবার জোগাড়ের অনেক ঝামেলা। খাবার জোগাড় করতে এখন সিভিকদের নাভিশ্বাস উঠেছে। তার মধ্যে উটটি অসুস্থ হয়ে পড়েছে। তাই তার সেবা শুশ্রূষা, চিকিৎসার ব্যবস্থাও করতে হচ্ছে পুলিশকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584