বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম কমিটির দূর্নীতির বিরুদ্ধে আবার কলকাতার রাজপথে

0
106

দূর্গাপদ মাইতি, নিউজফ্রন্ট:-

কমিশনের বৈধতা ও তার স্বাভাবিক কাজকর্ম আজ জটিল সমস্যার কাঠগোড়ায়।
খবর অনুযায়ী, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামক এক অরাজনৈতিক সংগঠন মাদ্রাসায় কমিটির মাধ্যমে নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে ও নানান দাবি দাওয়া নিয়ে আগামীকাল রাণী রাসমণি রোডে বিশাল জমায়েত করতে চলেছে । দুর্নীতি মুক্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তারা বদ্ধপরিকর ।

কিছু ম‍্যানেজিং কমিটি আইনের ভুল ব্যাখ্যার মাধ্যমে মাদ্রাসা কমিশনের সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘদিন হিমঘরে পাঠিয়ে দিয়েছে। ভুক্তভোগী অসংখ্য হবু শিক্ষক শিক্ষিকা ও কর্মরতরা, যারা বদলির আবেদন করেও হাপিত্যেশ করে বসে রয়েছেন। তাদের অভিযোগ, ডাই ইন হারনেসের প্রার্থীরাও আকুল অন্ধকারে।
তাই সংগঠনটির দাবি অনুযায়ী তাঁরা ঐতিহাসিক জনজোয়ারের মাধ্যমে এক গণ সমাবেশের আয়োজন করেছে। তাদের উল্লেখ্য দাবি গুলো হল – আপ টু ডেট ভ্যাকান্সিতে ষষ্ঠ এস এল এস টির প্রার্থীদের দ্রুত নিয়োগ , শীঘ্রই শিক্ষকদের বদলি, দুর্নীতিগ্রস্থ ম্যানেজিং কমিটি গুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা , মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ম্যানেজিং কমিটিগুলিকে বাতিল করে নতুন নির্বাচনের ব্যবস্থা ইত্যাদি। সমস্ত দাবি দাওয়ার সমাধানের অণ্বেষণে তাঁরা ডেপুটেশন দিতে চলেছেন মাদ্রাসা পর্ষদ ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে।

এক্ষেত্রে উল্লেখ করা যায় যে , বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ট্যাবেলোর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সারা রাজ্য ব্যাপী প্রচার চালিয়ে যাচ্ছে গত 31 ডিসেম্বর থেকে। খবর মোতাবেকে, সাধারণ জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলছে এবং ট্যাবেলোর প্রচারে ইতিবাচক প্রভাব ধরা পড়েছে আপামর রাজ্যবাসীর মধ্যে।

ফোরামের পরিসংখ্যান অনুযায়ী আগামীকাল উপস্থিত থাকবেন অসংখ্য মাদ্রাসা দরদী লোকজন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই সমাবেশে অংশগ্রহন করবেন। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের এহেন দাবী- মালদা থেকে মেদিনীপুর কিংবা জলপাইগুড়ি থেকে জঙ্গলমহল – সব জায়গা থেকে হাজির হবেন হাজারো প্রতিবাদী কণ্ঠ। কর্মসূচীটির রূপরেখা অনুযায়ী বেলা ১১টায় তালতলা, আলিয়া বিশ্ব বিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসে জমায়েত হবে। সেখানে থেকে মিছিল আকারে পৌঁছবে রানি রাসমণি এভিনিউ, যেখানে বেলা ১ টার সময় হবে সমাবেশ।
তাদের অভিমত, গণ- ডেপুটেশন ও গণ-সমাবেশের মাধ্যমে তাঁরা দুর্নীতি মুক্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস চালিয়ে যেতে চায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here