জলঙ্গী ব্লকের উত্তর জোন তৃণমূল কমিটির পক্ষ থেকে বিধায়ক আব্দুর রাজ্জাককে সংবর্ধনা

0
126

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আজ রবিবার জলঙ্গী ব্লকের উত্তর জোনের তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উদ্যোগে জলঙ্গী বিধানসভার ৩ বারের বিধায়ক আব্দুর রাজ্জাককে সংবর্ধনা দেওয়া হল সাগরপাড়া অনুষ্ঠান বাড়িতে।

Congratualation ceremony
নিজস্ব চিত্র

এদিন বিধায়ক আব্দুর রাজ্জাক বক্তব্যর মধ্যে বিভিন্ন ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদিকে। তিনি বলেন যে, বাংলা দখল করার জন্য দিল্লি থেকে রাবণ এসেছিল সেই রাবণকে প্রত্যাখ্যান করেছেন বাংলার সাধারণ মানুষ। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন যে, আগামী পঞ্চায়েত নির্বাচনের সময় দল দেখে প্রার্থী করা হবে না। বুথে বুথে গিয়ে বাছাই করে যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা হবে। তিনি আরো বলেন, বিধানসভার সমস্ত সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে, এরমই বার্তা দেন এদিনের সংবর্ধনা অনুষ্ঠান থেকে।

Abdur Razzak
নিজস্ব চিত্র

এদিন ব্লক যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো সময় কারো কোনো ধর্ম, দল দেখেন না। মানুষের কাজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদেরও সেই প্রকৃতির কর্মী সমর্থক হওয়ার শপথ নিতে হবে বলে বার্তা দেন।

আরও পড়ুনঃ সাংবাদিক বৈঠকে অধুনা ‘তৃনমূল’ বাবুল সুপ্রিয়

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, ব্লক যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন, পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার, পাঁচ অঞ্চলের অঞ্চল সভাপতি সহ প্রধান ও কর্মী সমর্থক গণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here