নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ
সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছিলেন মা। সেই সুযোগে দাঁত মাজতে নিজেই খালের ধারে চলে গিয়েছিল চার বছরের ছেলে। ভরা বর্ষায় থইথই সেই খালে পড়েই মৃত্যু হল শিশুটির। বুধবার ঘটনাটি ঘটেছে দু্র্গাপুরের কোকওভেন থানা এলাকায়। অভিযোগ, মায়ের অসতর্কতার কারণেই এই পরিণতি ওই শিশুটির।
জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্তপল্লী সংলগ্ন আনন্দপুরের বাসিন্দা বছর চারেকের ওই খুদের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁর বাবা পেশায় গাড়ির চালক। অধিকাংশ সময় বাইরেই থাকেন তিনি। পরিবারের অভিযোগ, বিশ্বজিতের মা সবসময় মোবাইলে ব্যস্ত থাকতেন। সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুনঃ পুলওয়ামা এনকাউন্টারে নিহত হিজবুল কমান্ডার আজহার লালহারী
বুধবার সকালে মায়ের সঙ্গে ঘুম থেকে ওঠে বিশ্বজিৎ। এরপর রোজকার মতো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মা। সেই সুযোগে ব্রাশ নিয়ে খালের ধারে চলে যায় বিশ্বজিৎ। এরপরই ভরা বর্ষায় থইথই সেই খালে পড়ে যায় শিশুটি। খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধার কাজ। নামানো হয় বিশেষ উদ্ধারকারী দল। অবশেষে বেলা ১ টা ডুবুরিরা শিশুটির নিথর দেহ উদ্ধার করে। ক্যানালের জলে ডুবেই শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি জানতে পেরে এদিন ঘটনাস্থলে যান দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“ক্যানেল দিয়ে জল যাচ্ছে। ক্যানেলের উপর কারও আসাই উচিত নয়। এই ব্যাপারে মানুষের সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584