মনিরুল হক, কোচবিহারঃ
করোনা ভাইরাস ঠেকাতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এল মাথাভাঙার একটি ক্লাব।শুক্রবার মাথাভাঙা মহকুমা শাসক জিতিন যাদবের হাতে ওই আর্থিক সহায়তা হিসেবে দশ হাজার টাকার একটি চেক তুলে দেন মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোড়পাটকি এলাকার পঞ্চানন স্মৃতি সংঘের সদস্যরা।
এদিন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক অশোক কুমার সরকার, ছিলেন স্থানীয় বিধায়ক হিতেন বর্মণ সহ অনেকেই। যদিও এ বিষয়ে পঞ্চানন সংঘের সম্পাদক অশোক সরকার বলেন, “ক্লাবের পক্ষ থেকে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন, তাতে আমরা গর্বিত।
আরও পড়ুনঃ ব্যান্ডেলের কোদালিয়ায় দুঃস্থদের জন্য বসল বিনামূল্যের বাজার
একদিকে যেমন ভাইরাস যাতে না ছড়িয়ে পড়ে, তার জন্য যেমন মানুষকে সচতেন করছেন। আবার এই লকডাউনে যারা খাদ্য সংকটে ভুগছেন, তারাও যাতে দুবেলা খেতে পারে তার ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জরুরি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হয়, সব দিকে খেয়াল রাখা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর এই কর্ম তৎপরতাকে সম্মান জানাতেই ক্লাবের পক্ষ থেকে অনুদান দেওয়া হল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584