লকডাউনে মানবিক উদ্যোগে শামিল বেহালার “অশোক স্মৃতি সংঘ”

0
228

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

সময়টা আজ বড় কঠিন। লকডাউনের জেরে খাদ্যাভাবে জর্জরিত মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একে অপরের সাহায্য ছাড়া আজ জীবন অচল। আর তাই দিকে দিকে মানুষ মানুষের হাতে সাধ্যমতো তুলে দিচ্ছে সবজি, মশলাপাতি, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী। তাই এই ব্যাপারে বড় বড় প্রতিষ্ঠানগুলির পাশাপাশি সাধ্যমতো এগিয়ে এসেছে ছোটখাটো বিভিন্ন ক্লাবগুলিও।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

তাই এবার দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে এল বেহালা ফকির পাড়ার ‘অশোক স্মৃতি সংঘ ক্লাব’। তবে শনিবার ক্লাবের পক্ষ থেকে ৫৫ জন দুঃস্থ মানুষের হাতে চাল, মুড়ি, সোয়াবিন, আলু, কেক, বিস্কুট, ডিম তুলে দিল ক্লাবের সদস্যরা।

আরও পড়ুনঃ ঘরবন্দী জীবন কাটাতে শিশুদের নিয়ে অনলাইনে অঙ্কন প্রতিযোগিতায় “সংকেত”

Relief distribute | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত, এই ক্লাবের সঙ্গে সর্বতোভাবে যুক্ত রয়েছেন প্রখ্যাত নাট্যকার সীমা মুখোপাধ্যায়। তিনিও এগিয়ে এসেছেন ক্লাবের এই মানবিক উদ্যোগে। এমনকি আর্থিক সাহায্যও করেছেন সাধ্যমতো। মূলত আর্তদের সাহায্য করতে সীমাদেবী নিজের জমানো টাকা পাড়ার ক্লাবের হাতে তুলে দিয়েছে। আর তার সেই টাকা সংগঠনের কাছে এনে দিয়েছে সীমাদেবীর এক শিক্ষার্থী শ্রেয়া রায় চৌধুরী।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে কোভিড-১৯ হাসপাতালে ‘ওয়াকি টকি’ পরিষেবা চালু করল স্বাস্থ্যদফতর

যদিও সংগঠনের অন্যতম সদস্য সত্যবান সাহা এবং অরুণাভ গাঙ্গুলি জানিয়েছেন, “করোনা মোকাবিলায় রাজ্যের পাশে থেকে লড়াই করার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও দেওয়া হয়েছে ১৫,০০০ টাকা। আর আগামী দিনেও সাধ্যমতো আর্তদের পাশে দাঁড়ানোর প্রয়াস রয়েছে আমাদের ক্লাবের। এছাড়াও এই বিপদের দিনে এলাকায় যাতে অহেতুক ভিড় জমায়েত এমনকি কোনও কারণে অশান্তি দানা বাঁধতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here