নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির আলোচনা সভা। এদিন মাদারিহাটের এক বেসরকারি শিক্ষা কেন্দ্রে দূরত্ব বিধি মেনে মুখে মাস্ক পরে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আলোচনা সভায় যোগদেন।
সভায় স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করার বিরোধিতা করে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সাংগঠনিক বিষয় সহ অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির ফালাকাটা ব্লক ইউনিটের সভাপতি দুলাল দে, জটেশ্বর ইউনিটের সভাপতি অসিত সরকার প্রমুখ। এদিন দুলাল দে বলেন “সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল শিক্ষকরা সরকারি নির্দেশ অমান্য করে গৃহ শিক্ষকতা করে চলেছেন।”
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় পদাতিক ট্রেনে গাঁজা নিয়ে যাওয়ার সময় গ্রেফতার ২ মহিলা
মাদারিহাট ব্লক ইউনিটের কার্যকারী সভাপতি সমীরণ দাস বলেন “স্কুল শিক্ষকরা মোটা মাইনে বেতন পাওয়ার পরেও বেআইনিভাবে গৃহশিক্ষকতা করছেন যার ফলে আমাদের মতো বেকার শিক্ষিত যুবকরা সমস্যায় পড়েছেন।” গৃহ শিক্ষকদের সরকারি স্বীকৃতি পাওয়ার দাবি নিয়েও সোচ্চার হন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584