ভিন্ন ধর্মে বিয়ে! হোটেলে মিলল না ঘর

0
175

নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ

যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ বা শিবরাজ চৌহানের মধ্যপ্রদেশ নয়, এবার খোদ পশ্চিমবঙ্গে ‘লাভ জিহাদ’ এর অজুহাতে বিবাহিত দম্পতিকে হুগলি শহরের লজে রুম দেওয়া হল না। স্বামী মুসলিম এবং স্ত্রী হিন্দু। স্রেফ এই কারণেই বিবাহের নথি দেখানো সত্ত্বেও দম্পতিকে হোটেল ভাড়া না দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৌসিফ।

tousif hok | newsfront.co
তৌসিফ হক। ছবিঃ ফেসবুক

বিশিষ্ট চিত্রশিল্পী বর্ধমান শহরের বাসিন্দা তৌসিফ হকের ফেসবুক পোস্ট অনুযায়ী, রবিবার সকালে এক দাদার আমন্ত্রণে সস্ত্রীক হুগলিতে পিকনিক করতে এসেছিলেন তিনি। আচমকা তাঁর স্ত্রী জয়ন্তী বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে স্ত্রীকে নিয়ে হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরের সুলেখা লজে যান তৌসিফ। অভিযোগ, বিয়ের সার্টিফিকেট দেখিয়ে ওই দম্পতি ঘরভাড়া চাইলে দিতে অস্বীকার করে লজ কর্তৃপক্ষ। তাঁদের বিয়ের সার্টিফিকেট বৈধ নয় বলেই দাবি করেন তাঁরা। এই নিয়ে কথাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে চুঁচুড়ার অন্য হোটেলে যান ওই দম্পতি। জানা গিয়েছে, কিছুক্ষণ পর জয়ন্তীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাতেই তাঁরা ফিরে যান বর্ধমানে।

আরও পড়ুনঃ জলঙ্গিতে সৌমিকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল-পথসভা

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই লজ কর্তৃপক্ষকে তুলোধনা করেন নেটিজেনরা। এবিষয়ে সুলেখা লজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে অভিযোগ অস্বীকার করেন তাঁরা। তাঁদের অভিযোগ, ওই যুগল বিয়ের কোনও নথি দেখাতে রাজি হননি। সেই কারণেই ঘর দিতে অস্বীকার করা হয়। তাঁর জেরে যুবক রীতিমতো তাণ্ডব করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here