নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
রাজগঞ্জের টাকিমারি চর এলাকা থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার রাতে টাকিমারি চরের মহারাজঘাট এলাকায় ধানের জমির পাশে একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশ ও বনদপ্তরে।

অভিযোগ, অনেক কৃষক জমির ফসল হাতির হাত থেকে বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন তাদের জমি। এর আগেও ওই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে ম্যাটাডোর
সূত্রের খবর, রবিবার রাতেই এই ঘটনায় এলাকার বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিন সকালে ঘটনাস্থলে যান বনদপ্তরের আধিকারিকরা। গোটা এলাকা খতিয়ে দেখেন। যদিও এই বিষয়ে বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন,’প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584