ডিজিটাল আর্কাইভে গানের বনফুল ফিরোজা বেগম

0
234

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

তাঁর বয়স তখন এগারো বা বারো। কলকাতার এইচ.এম.ভি স্টুডিওতে ভাই আর মামার সঙ্গে এসেছিলেন গানের অডিশন দিতে।রিহার্সালের ঘরে দেখা মিলল ঘিয়ে রঙের পাজামা-পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সোনালি ফ্রেমের চশমা পরা এক ব্যক্তির। তিনি মন দিয়ে তাঁর গান শুনলেন।

Feroza Begum
ছবি: সংগৃহীত

সেদিন সেই বালিকার নিবেদনে ছিল ‘যদি পরাণে না জাগে আকুল পিয়াসা’, পরে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘কালো পাখিটা মোরে কেন করে জ্বালাতন’। সেই ব্যক্তি গান শুনে তারিফ করে বলেন ‘তোমরা দেখো এই মেয়ে একদিন খুব ভালো গাইয়ে হবে’। সেই ছোট্ট মেয়েটি ছিলেন ফিরোজা বেগম, আর মামা পরে মেয়েটিকে জানালেন যিনি এতক্ষণ ধরে তাঁর গান শুনলেন তিনি স্বয়ং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাকিটা ইতিহাস।….

Feroza Begum
ছবি: সংগৃহীত

নজরুল গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের উপর এক অসাধারণ ডিজিটাল আর্কাইভের সূচনা হল তাঁরই জন্মদিনে, ২৮ জুলাই। এই দিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ফিরোজা বেগম আর্কাইভ’ (www.ferozabegum.com)।

Feroza Begum with her niece
ছবি: সংগৃহীত

এই আয়োজনের নেপথ্যে শিল্পীর ভাইঝি বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস এবং তাঁর পরিবার। কী কী রয়েছে এই ডিজিটাল আর্কাইভে? শুরুতেই জীবণী, পুরস্কারের তালিকা, থাকছে গানের ভাণ্ডার। এরপর নজরুলের গান, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, কাব্যগীতি, গীত ও গজল।রয়েছে গানের যাবতীয় তথ্য, রিলিজের সন। সুরকার-গীতিকারের নামের পাশাপাশি প্রকাশক কোম্পানির নামও রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের দুর্লভ সংগ্রহ এবং টেলিভিশন থেকে রেডিও, মঞ্চের অনুষ্ঠান থেকে সাক্ষাৎকার সবই পেয়ে যাবেন এক ক্লিকে। থাকছে বিভিন্ন বাংলা, ইংরেজি পত্র-পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার, অনুষ্ঠান সমালোচনা, প্রতিবেদন।

আরও পড়ুনঃ এবার ঘরে বসেই দেখতে পাবেন সত্যজিতের খেরোর খাতা

Feroza Begum
ছবি: সংগৃহীত

এবার আসি ছবির ভাণ্ডারের কথায়। ফোটো গ্যালারিতে রয়েছে শিল্পীর একার ছবি থেকে পারিবারিক জীবন, সঙ্গীত জীবন, বিভিন্ন দিকপালদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি। থাকছে বিভিন্ন প্রজন্মের নানা শিল্পীর কথা তাঁকে ঘিরে। ভবিষ্যতে কোনও গুণগ্রাহীর কাছে থেকে পাওয়া কোনও তথ্য, ভিডিও বা গান এই আর্কাইভে সংযোজন করার পরিকল্পনাও রয়েছে।পাশাপাশি রয়েছে হাতে লেখা নোটবুকের কপি, চিঠিপত্র সহ আরও অনেক কিছু। আছে তাঁর স্বামী প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের জীবনী,বগানের খাতার প্রতিলিপি, পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, গান এবং ছবি।

Bangladeshi singer Feroza Begum
ছবি: সংগৃহীত

আরও পড়ুনঃ পর্দায় হাজির সারদামণি, চরিত্র নিয়ে আশাবাদী সন্দীপ্তা সেন

কমল দাশগুপ্তের সুরে ফিরোজা বেগমের বহুল প্রচলিত গান গুলোর মধ্যে আমি বনফুল গো, এমনই বরষা ছিল সেদিন, মোর জীবনের দুটি রাতি, মাটির এ খেলাঘরে অন্যতম।

এই বিশাল কর্মযজ্ঞ নিয়ে সুস্মিতা আনিস জানান– ” এই কাজ আমাদের কাছে খুব সম্মানের,গর্বের। এমন একজন কিংবদন্তি শিল্পীকে পরিবারের একজন হিসেবে পাওয়া সৌভাগ্যের। কাছ থেকে পেয়েছি, গান শিখেছি। এই কাজ আমার গুরুদক্ষিণাও বলতে পারেন। খুবই যত্ন নিয়ে, ভালোবাসা দিয়ে গড়ে তোলা এই স্বপ্নের ডিজিটাল আর্কাইভ। এক ছাদের নীচে ওঁর কাজগুলোকে নথিভুক্ত করা সত্যিই খুবই দুঃসাধ্য কাজ ছিল। পরিবারের সহযোগিতায় তা সম্ভব হল। আগামী দিনে আরো অনেক কিছু সংযোজিত হবে। ভবিষ্যতে যারা ওঁর গান নিয়ে চর্চা সহ পড়াশোনা করবেন তাদের জন্য এই আর্কাইভ এক সোনার খনি বলা চলে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here