লকডাউন পরবর্তী ব্যবসায়ীদের জীবন চিত্র নিয়ে ‘দ্য গ্রেট শিফট’

0
95

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

প্রবাসী বাঙালি চলচ্চিত্র নির্মাতা রহসান নূর। তিনি তাঁর প্রথম চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এবার তিনি ‘মাইন্ডিস্ট মিডিয়া’র প্রযোজনায় ‘দ্য গ্রেট শিফট’ নামে একটি ডকুমেন্টারি সিরিজ তৈরি করেছেন।

Rahasan Nur | newsfront.co
রহসান নূর

এই মিনি সিরিজে উঠে আসবে বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীদের কথা। লকডাউন কাটলে কেমন হতে পারে আমাদের জীবন যাত্রা তার একটা আন্দাজ থাকবে এই মিনি সিরিজে। ১৯ এপ্রিল রবিবার ‘দ্য গ্রেট শিফট’-এর প্রথম পর্বটি প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং এতে সরকারি ও বেসরকারি জীবনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এই মিনি সিরিজের উদ্দেশ্য সারা দেশ জুড়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং নাগরিকদের অনুপ্রাণিত করা।

Rahasan Nur | newsfront.co

রহসান নূর জানিয়েছেন, ‘মানবিক চেতনার চেয়ে বেশি স্থিতিশীল আর কিছু নেই। সংকটের মুহূর্তগুলিতে আমাদের সমাজে সর্বদা এমন উদ্যোক্তারা ছিলেন যারা আমাদের অন্যদিকে নিয়ে গিয়েছিলেন। আমি আশা করি এই সিরিজটি মানুষকে তা স্মরণ করিয়ে দেবে। এমনকী মানুষকে সেই লক্ষ্যে অনুপ্রাণিত করতে পারবে।‘

সিরিজটি সম্বন্ধে মন্তব্য করে মাইন্ডিস্ট মিডিয়াটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ অংশীদার আদিত্য গোয়েল বলেছিলেন, ”দ্য গ্রেট শিফট-এর মতো একটি ডকুমেন্টারি সিরিজ তৈরি করার মাধ্যমে আমরা এই মহামারি চলাকালীন সামাজিক সংলাপে ইতিবাচক অবদান রাখছি। এটি আশা অনুপ্রেরণার স্পষ্ট সুযোগ এবং সমাজে ঘটে যাওয়া পরিবর্তনগুলি, আমাদের জীবনযাপন ও পরিচালনা করার পদ্ধতি সম্পর্কে মানুষকে আরও সচেতন করবে বলে আমার বিশ্বাস। আমাদের আশা কেবল ভারতের বিভিন্ন স্রষ্টা সম্প্রদায়কেই নয়, সারা বিশ্বের মানুষকেও একত্রিত করা। আমরা এই প্রকল্পটি দিয়ে বোর্ড জুড়ে আমাদের শিল্পের প্রতি আবেগকে নতুন করে গড়ে তুলতে চাই। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here