নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এক কিশোরীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করার অভিযোগে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রকে গ্রেফতার করেছে মালদহের সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ শহরের সানিপার্ক এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত যুবক কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র।

লকডাউনে কলেজ বন্ধ থাকায় দুমাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। অভিযোগ, এলাকারই পরিচিত এক কিশোরীর আপত্তিজনক ছবি ভুল করে তার মোবাইলে চলে আসে। এরপর কিশোরী সেই ছবি ডিলিট করে দেওয়ার জন্য অনেকবার অনুরোধ করলেও তাতে ওই ছাত্র পাত্তা দেয়নি। একটি স্যোশ্যাল সাইটে সেই ছবি পোস্ট করে দেয়। মুহুর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুনঃ ফালাকাটা ও আলিপুরদুয়ারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন
কিশোরীর পরিবার যুবকের বিরুদ্ধে মালদহ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রকে গেফতার করে। তার মোবাইল থেকে ওই কিশোরীর সেই ছবি পাওয়া যায়। পুলিশ ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584