রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
দশম শ্রেনীর এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বৈরগাছি এলাকায়। ছাত্রীর বাবা ও মায়ের অভিযোগ গত ২৯শে ফেব্রুয়ারী সন্ধ্যায় তাদের মেয়ে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশী দুই যুবক স্বপন চৌধুরী ও দীপু চৌধুরী তাদের মেয়েকে মুখ বেঁধে দেয়।
তারপর তারা জোর করে নিজের ঘরে রেখে রাতভোর শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ। সারারাত খোঁজাখুঁজির পরেও ছাত্রীর সন্ধান পায়নি পরিবার। তারপর পরের দিন ভোর বেলায় ওই ছাত্রী ফিরে আসে নিজের বাড়িতে।
আরও পড়ুনঃ বেসরকারী অর্থলগ্নী সংস্থায় রাখা টাকা ফেরৎ না পাওয়ায় আত্মঘাতী প্রৌঢ়া
ঘটনার পরে পরিবারের লোকজন বহরমপুর থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে অভিযোগ না নিলেও দুইদিন পরে অভিযোগ নেয় পুলিশ। তারপর পুলিশ স্বপন চৌধুরীকে থানায় ডেকে আনলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে পরিবার সূত্রে খবর।
তারপর থেকে অভিযুক্তরা ছাত্রীর বাবা ও মাকে ব্যাপক মারধোর করে। সেই কারনে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন নির্যাতিতার পরিবার বলে খবর। শুক্রবার পরিবারের তরফ থেকে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584