শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে পেত্নীদিঘী যাত্রী প্রতীক্ষালয়ে কয়েকদিন ধরে অজ্ঞাত পরিচয় ভারসাম্যহীন মহিলাকে বসে থাকতে দেখেন যাত্রীরা। মহিলাটি প্রায় বেশ কয়েকদিন ধরেই না খেয়ে রাতদিন কাটাচ্ছেন এই প্রতীক্ষালয়ে বলে খবর।
শোনা যায়, ভারসাম্যহীন এই অসহায় মহিলার পাশে অবশেষে দাঁড়ালেন স্থানীয় যুবকরা। এদিন যুবকরা অজ্ঞাত পরিচয়ের মহিলাটিকে খাবার ও জামা দিয়ে নজির গড়লেন। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ সহায়ক গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির
এই ভারসাম্যহীন অভুক্ত মহিলাকে ভালো ভাবে প্রশাসনের তরফে চিকিৎসা করা হলে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা রুনি আরমান । এদিন তিনি নিজের হাতে পাউরুটি, বিস্কুট ও মুড়ি খাওয়ালেন তাকে।
এই প্রসঙ্গে রুনি আরমান জানান, “অসহায় মানুষের পাশেই সর্বদা থাকি এবং এই ভারসাম্যহীন মহিলা অনেক দিন যাবৎ এই যাত্রী প্রতীক্ষালয়ে রয়েছে। পোশাক তো দূরের কথা, প্রায় অভুক্ত অবস্থা রয়েছে কয়েকদিন ধরে। তাই আমরা চাই সরকারিভাবে সাহায্য পেলে এই ভারসাম্যহীন মহিলার চিকিৎসা করা হত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584