ইয়েস ব্যাঙ্ক সংকট ঘোষণার ২৪ ঘন্টা আগেই তোলা হয়েছিল বিশাল অঙ্কের টাকা

0
52

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

ইয়েস ব্যাঙ্কের মোরাটোরিয়াম বা পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণার মাত্র ২৪ ঘন্টা আগে গুজরাটের একটি সংস্থা দ্বারা ২৬৫ কোটি টাকা তোলার ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাপানউতোর।

গ্রাফিক্স চিত্র

গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী ৩রা এপ্রিল পর্যন্ত ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজারের বেশি টাকা তোলা যাবে না বলে এক নির্দেশিকা জারি করে। এই ঘোষণার ২৪ ঘন্টা আগেই গুজরাটের ভাদোদরার ইয়েস ব্যাঙ্কের একটি শাখা থেকে ‘স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’ (ভিএসসিডিএল) নামক একটি সংস্থা তাদের গচ্ছিত ২৬৫ কোটি টাকা তুলে নেয়। ওই সংস্থার এক সংশ্লিষ্ট আধিকারিক এই তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরতেই প্রশ্ন উঠতে শুরু করে-তাহলে কি আরবিআই এর সিদ্ধান্ত ঘোষণার আগেই ফাঁস হয়ে গিয়েছিল? ঠিক এরকম অভিযোগ উঠেছিল নোট বন্দির সময়েও।

ওই আধিকারিক সংবাদ মাধ্যমকে আরও জানায় যে সেই ২৬৫ কোটি টাকা ব্যাঙ্ক অফ বরোদা’র আরেকটি একাউন্টে জমা করা হয়েছে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here