নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার মুচিবেড়িয়া এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার রাউতোড়া সংলগ্ন মুচিবেড়িয়া গ্রামে। মৃতার নাম প্রতিমা গরাই (৩৬)।
তিনি স্থানীয় এক অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পরিবারে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। রোজকার মতো বুধবার রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তারপরই বৃহস্পতিবার সকালে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের মধ্যে একটি গাছে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ওই গৃহবধূকে ঝুলে থাকতে দেখেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ ফুলের মার্কেটে আগুন চাঞ্চল্য গোটা এলাকায়
তারাই পুলিশে খবর দিলে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। মহিলা নিজেই আত্মঘাতী হয়েছে, নাকি তাকে কেউ খুন করে গাছে টাঙিয়ে দিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তবে ওই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বলেন ওই মহিলাকে খুন করা হয়েছে ।পুলিশের কাছে তারা সঠিক তদন্তের দাবি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584