সজীবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ ডোমকল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গাবতলা মোড়ে আমিনা হার্ডওয়্যার নামের একটি দোকান থেকে হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখে এলাকার মানুষ জন। তারপরে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দেয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড থেকে দুটি দমকল পৌঁছনোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকানের শাটার লাগানো ছিল শাটার ভাঙ্গার জন্য এলাকা থেকে দুটি জেসিবি গিয়ে শাটার ভেঙে আগুন নেভানোর কাজ করে। ওই হার্ডওয়ারের পাশে পাটের গোডাউনেও আগুন লাগে। যদিও গোডাউনে উপরে বাড়ির সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। গোডাউন এবং হার্ডওয়ারের দোকানের আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দোকানের মালিক বাড়িতে ছিলেন না। দোকান মালিকের নাম, শরীয়ত সেখ। সে একজন এক্স-আর্মি। এলাকার মানুষের অনুমান, ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডোমকল থানার পুলিশ প্রশাসন ওখানে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ কানাডার স্কুলগুলো যেন নির্যাতনের কারখানা! ভয়ংকর তথ্যে উঠে এসেছে আল-জাজিরার প্রতিবেদনে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584