জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
কান্দি থানার অন্তর্গত জীবন্তির জিয়াদারা গ্রামে দেখাগেল সম্প্রীতির অন্যান্য নজীর। বিদুৎ পিষ্ট হয়ে মৃত্যু হিন্দু প্রতিবেশীর সৎকারে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বাড়ি থেকে শ্মশান পর্যন্ত নিয়ে গিয়ে সৎকারের যাবতীয় কাজকর্মে হাত লাগালেন তারা। অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত সবকিছুই দাঁড়িয়ে থেকে দেখভাল করলেন প্রতিবেশী মুসলিমরা।
উল্লেখ্য গতকাল জীবন্তি জিয়াদারা গ্রামের বাসিন্দা আজামিল প্রামাণিক নামে একজন বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যায়। দারিদ্র্য পরিবার কোনো রকমে সংসার চালাতেন আজামিল প্রামাণিক। তার স্ত্রী বলেন গতকাল বিকেলে বাড়ির সামনে মাঠে ঘাস কাটতে গিয়েছিল ঘাস কেটে মাথায় করে ঘাস আনার সময় ইলেকট্রিক তারে বিদুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয়। কান্দি থানার পুলিশ এসে মৃত্যু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুনঃ বেলডাঙ্গা থানার এলাকায় হিজুলি মাঠপাড়ায় একটি বাড়ির দরজার পাশে ভয়াবহ বিস্ফোরণ
এই শোকের মধ্যে অসহায় দারিদ্র্য পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিবেশী জহিরউদ্দিন, হাসিরুল, ফাইজুল, সফিকুলরা। মৃত্যু আজামিল প্রামানিকের সৎকার করার জন্য রমজান মাসে রোজা মুখে গ্রামে গ্রামে চাঁদা তুলে শ্মশানে নিয়ে গিয়ে সম্প্রীতির অন্যান্য নজীর গড়লেন জিয়াদারা মুসলিম পাড়া। এ বিষয়ে জহিরুদ্দিন সেখ বলেন ” দীর্ঘদিন ধরেই জিয়াদারা গ্রামের হিন্দু -মুসলিম মিলেমিশে বসবাস করি। হিন্দু ভাইদের পুজো থেকে যে কোনো অনুষ্ঠানে আমরা তাদের সহযোগিতা করে তেমনি আমাদের জলসা কিংবা ঈদে হিন্দু ভাইয়েরা আমাদের সহযোগিতা করেন। আজকে সৎকারে এগিয়ে আসা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখলে অনেকেই অবাক হতেই পারেন কিন্তু আমাদের ছোট্ট থেকেই হিন্দু মুসলিম ভাই ভাই এক সঙ্গে বেড়ে উঠেছি। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584