সাত সকালে কেষ্টপুরে জ্যোতিষীর বাড়িতে আগুন

0
95

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রবিবারের সাত সকালে শহরে ফের অগ্নিকাণ্ড। আজ সকালে কেষ্টপুরের বারোয়রিতলার একটি দোতলা বাড়ির উপরের তলায় আগুন লাগে। স্থানীয়দের দাবি, সকালে দাউ দাউ করে ঘর-বারান্দা জ্বলতে দেখা যায়। ঘটনাটি ঘটছে সকাল আটটা নাগাদ।

Burning house | newsfront.co
কোলাজ চিত্র

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে।

এই বাড়িতে থাকতেন শহরের নামজাদা জ্যোতিষ সম্রাট শ্রী জয়ন্ত শাস্ত্রী। জানা গিয়েছে, সেই সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার করে দমকল কর্মীরা। নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুনঃ বৈষ্ণবঘাটায় মৃৎশিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here