অতি বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি কেরলে, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি

0
75

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

অতি ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কেরলে। জলের তোড়ে নদীগর্ভে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল আস্ত দোতলা বাড়ি। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর তার জেরেই বিপর্যস্ত দক্ষিণের এই রাজ্য। শুধু বন্যা পরিস্থিতিই নয়, জলের তোড়ে কেরলের কোট্টায়াম এবং ইদুক্কি জেলার বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে বলেও খবর মিলেছে। গতকাল, রবিবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল কেরলের কোট্টায়াম।

Kerala flood
ছবি সৌজন্যে : এএনআই

সংবাদসংস্থা এএনআইয়ে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জলের তীব্র স্রোতে নদীর পাড়ে থাকা আস্ত একটি দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ধসে গিয়ে নদীগর্ভে মিশে যাচ্ছে। তবে ওই সময় বাড়ির ভিতর কেউ ছিলেন না। তাই বাড়িটি ধসে গেলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সুরাটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ২

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস নামায় রবিবার রাত পর্যন্ত কোট্টায়ামে ১৩ জন, ইদুক্কিতে ৯ জন এবং আলাপুঝায় ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণের এই রাজ্যের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ও মঙ্গলবারও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কমবে বৃষ্টির পরিমাণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here