খালিদ মুজতবা, রানীনগরঃ
শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের বলি এক অষ্টাদশী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার অন্তর্গত কুমরপুর গ্রামে। মাস সাতেক আগে জলঙ্গি থানার কুমরপুর গ্রামের সোহেল শেখের সঙ্গে ইসলামপুর থানার অন্তর্গত দৌলতপুর সোনাতলা গ্রামের বর্ণালী খাতুনের(১৮) ভালোবেসে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বর্ণালী খাতুন এর উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে সোহেল শেখের পরিবার। শনিবার বিকেল তিনটের সময় সোহেল শেখের পরিবার বর্ণালী খাতুনকে মৃত অবস্থায় গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফেলে পালিয়ে যায়। মৃতদেহর প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে রানীনগর থানার পুলিশ।

আরও পড়ুনঃ মালদহের গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
মৃতার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে তাদের মেয়ের স্বামী সোহেল শেখ, শ্বশুর ভুট্টু শেখ ও তার শাশুড়ি। বিয়ের পর থেকেই তাদের মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ করেন মেয়ের দাদু। মৃতার শ্বশুরবাড়ির তিনজনের বিরুদ্ধে রানীনগর থানায় অভিযোগ করেন মৃতার পরিবার। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584