পিংলায় তৃণমূল নেতাদের বাড়িতে ব্যাপক বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
70

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

তৃণমূল নেতাদের বাড়িতে ব্যাপক বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল পিংলায়। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মালিগ্রাম অঞ্চলের কলাপুঞ্জা এলাকায়।

tmc and bjp flag | newsfront.co
প্রতীকী চিত্র

তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লকের সভাপতি সেক সবেরতি অভিযোগ করে বলেন, “বিজেপি এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে তৃণমূল নেতাদের সমাজবিরোধী আখ্যা দিয়ে খুন করবে বলে মালিগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়েছে। সেই সঙ্গে শনিবার রাত্রি বারোটার পর মালিগ্রাম অঞ্চলের কলাপুঞ্জা বুথে তৃণমূলের বুথ সভাপতি স্বপন মাইতির বাড়িতে ও তৃণমূল যুব কংগ্রেসের নেতা সোমনাথ মাইতির বাড়িতে ব্যাপক বোমাবাজি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুনঃ মিটার খুলে নেওয়ায় বিদ্যুৎ দফতরের কর্মীকে আটকে ক্ষোভ

তৃণমূল নেতাদের বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বোমাবাজির ফলে তাদের পরিবারের লোকেরা আতঙ্কে রয়েছেন। বিষয়টি পিংলা থানার পুলিশকে জানানো হয়েছে।” খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করে। তৃণমূল যুব কংগ্রেসের নেতা সোমনাথ প্রামানিক বলেন, বেশ কিছু বোমা শনিবার রাতে তার বাড়িতে ছুঁড়ে তাণ্ডব চালায় বিজেপির দুষ্কৃতীরা।

আরও পড়ুনঃ বিষ্ণুপুরে বিজেপি কর্মীর কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সেই সঙ্গে দলের বুথ সভাপতি স্বপন মাইতির বাড়িতেও প্রচুর বোমা ছুঁড়েছে বিজেপির দুষ্কৃতীরা বলে তৃণমূলের অভিযোগ। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মালিগ্রাম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেক সবেরতি ওই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন।রাজনৈতিক কারণে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বলে বিজেপি নেতারা জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here