নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে সব শ্রেণীর মানুষ গৃহবন্দী। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ফলে স্কুল ও টিউশন পড়তে যাওয়া নেই। এই মন খারাপের হতাশা কাটাতে কেউ সঙ্গীত, আবার কেউ নৃত্য চর্চাকে হাতিয়ার করছে। যেমন কালিয়াগঞ্জ শহরের সঙ্গীতা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা সঙ্গীতা। বাবা সুশান্ত মোদক পেশায় বীমা এজেন্ট, মা গৃহবধূ।
এই লকডাউনে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে একপ্রকার বন্দী জীবন কাটাচ্ছে সে। অবসাদ কাটাতে সে এখন বাবামায়ের সহযোগিতায় প্রতিদিন নিজ বাড়িতে নৃত্য চর্চা করছে। মোবাইলে সেই নৃত্যের ভিডিও করে তা নিজের ফেসবুকে পোস্টও করছে।
আরও পড়ুনঃ অনাথ ‘যীশু’, অসহায় ‘বড়কা’ ছাত্রদের বাড়ীতে সামগ্রী বিতরণে প্রধান শিক্ষক
এভাবেই নিজের নৃত্যকে হাতিয়ার করে লকডাউনের অবসাদ কাটানোর পথ খুঁজে নিয়েছে সঙ্গীতা। সে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এখনও তার দুটো পরীক্ষা বাকি রয়েছে। এপ্রিলের শেষে তার ভিন রাজ্যে একটি নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে যাবার কথা ছিল। লকডাউনে তা বাতিল হয়েছে জানায় সঙ্গীতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584