কোচবিহারে নতুন করে করোনা আক্রান্ত ১৪জন

0
125

মনিরুল হক, কোচবিহারঃ

যত দিন গড়াচ্ছে,পাল্লা দিয়ে তত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোচবিহারে ফের নতুন করে এক স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি জেলায় আরও ১৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে প্রশাসেনর তরফে জানানো হয়েছে।

নিজস্ব চিত্র

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭। এই মুহূর্তে জেলায় এক্টিভ কেস ১২৬ জন বলে জানা গিয়েছে। আক্রান্ত স্বাস্থ্য কর্মী কোচবিহার শহরের বাসিন্দা। ইতিমধ্যেই আক্রান্ত স্বাস্থ্য কর্মীর বাড়ির চারপাশ কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার জেলায় একদিনে কোভিড আক্রান্ত ১৮ জন

প্রসাশন সুত্রে জানা গিয়েছে, ওই স্বাস্থ্য কর্মী সম্প্রতি ঝাড়খণ্ড থেকে ঘুরে এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে তিনি জেলা শাসকের দফতরের সামনে সিএমওএইচ এর বদলির প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।

আর তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে স্বাস্থ্য কর্মী ও সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে।

তবে এদিন কোচবিহারে আরও ৫৪টি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। এরমধ্যে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সহ মুখ্য আধিকারিকও রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here