নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সোমবার সকালে মন্দারমনির সমুদ্র সৈকতে উদ্ধার হল বিশাল আকারের একটি মৃত তিমি মাছ। মৃত তিমি মাছ উদ্ধারের খবর স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক উৎসাহ দেখা যায় স্থানীয় মানুষের মধ্যে। এই ধরনের বিশাল আকারের তিমি মাছ খুব কমই উদ্ধার হয়েছে বলে মৎস্যজীবীদের অনুমান।

ইতিমধ্যে ওই বিশাল আকারের মৃত তিমি মাছটিকে দেখতে স্থানীয় মানুষজন ব্যাপক ভিড় জমিয়েছেন। তবে মৎস্যজীবীদের অনুমান, এই তিমি মাছটি সেয় হোয়াল প্রজাতির। বন দফতরের আধিকারিকরা তিমি মাছটিকে সংরক্ষণ করার জন্য এলাকায় যান।

আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রই এখন হোম কোয়ারেন্টাইন
প্রসঙ্গতঃ এর আগে ২০১২ সালের ১০ ডিসেম্বর দিঘা মোহনা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল সমুদ্রের গভীর থেকে মৃত অবস্থায় ৪৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া এবং ১৮ টন ওজনের একটি তিমি মৎস্যজীবিরা উদ্ধার করেছিলেন। এবার মন্দারমনি সৈকতে এমন বিশাল আকারের তিমি মাছ উদ্ধার হওয়ায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584