লালগড়ে অসুস্থ হস্তি শাবককে ঘিরে হাতির দল, চাঞ্চল্য

0
58

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

জঙ্গলমহল জুড়ে হাতির দল দাপিয়ে বেড়ানো অব্যাহত রয়েছে। রবিবার মধ্যরাতে দলমা থেকে আসা ১৭ টি হাতির দল আচমকা ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধরমপুর অঞ্চলের বামাল গ্রামে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

injured elephant | newsfront.co
হস্তি শাবক ৷ নিজস্ব চিত্র
elephant | newsfront.co
হস্তিনী ৷ নিজস্ব চিত্র

জানা গেছে ,হাতিরদলের মধ্যে ছিল একটি হস্তিশাবক। ওই হাতিটির শরীর অসুস্থ হয়ে পড়ায় বামাল গ্রামে একটি জমিতে রয়ে যায়। হাতির দল সকালে চলে গেলেও তবে ওই হস্তি শাবকটিকে ছেড়ে যায়নি হস্তিনী । যখন তখন হস্তিনী আসছে ওই শাবক হাতিটির কাছে আবার চলে যাচ্ছে।

biswanath soren | newsfront.co
বিশ্বনাথ সোরেন, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চা বাগান থেকে অসুস্থ ময়ূর উদ্ধার

এই বিষয়টি গ্রামবাসীরা বন দফতরকে জানায়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। একদিকে হাতির দল যখন তখন এলাকায় ঢুকে পড়ছে। অন্য দিকে ওই হস্তিশাবকে ঘিরে রয়েছে হস্তিনী। তাই হাতির হামলার আশঙ্কায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here