অবশেষে অনশনে বসলো আইআইটি পড়ুয়ারা

0
58

নিজস্ব সংবাদদাতা,খড়গপুরঃ

IIT students in the hunger strike 2
নিজস্ব চিত্র

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েও সুরাহা না পেয়ে ১২ ঘন্টা হাঙ্গার স্ট্রাইক এর ডাক দিল আইআইটি গবেষক পড়ুয়ারা।এর আগেও মোমবাতি মিছিল পেন ডাউন ল্যাব বয়কট সব প্রতিবাদ জানিয়ে লাভ না হওয়ায় শেষমেষ হাঙ্গার স্ট্রাইক এর ডাক দিলো গবেষকরা পড়ুয়ারা।

IIT students in the hunger strike
সায়ন দাশগুপ্ত,অনশনকারী। নিজস্ব চিত্র

মানব সম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে টুইট করে বার বার প্রতিশ্রুতি দেওয়ার হলেও এখনো কাজ না হওয়ায় তাদের এই সিদ্ধান্ত। আগামী দুই তারিখের মধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যদি তাদের দাবি না মানে তাহলে অনির্দিষ্টকালের জন্য তারা হাঙ্গার স্ট্রাইক এ যাবে বলে সাফ জানিয়ে দিলেন গবেষক পড়ুয়ারা।

আরও পড়ুনঃ কলেজে ঢুকে ছাত্রকে মারধোরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে

আইআইটি জিমখানা গেটের বাইরে আইআইটি গবেষক পড়ুয়াদের হাঙ্গার স্ট্রাইক এর মধ্যেই ভাতা বৃদ্ধির স্লোগান শুরু হলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here