জোর করে ১০২ অ্যাম্বুলেন্সে টাকা নেওয়ার অভিযোগ, ভরতপুর 1 নম্বর ব্লক বিএমওএইচ-এর দ্বারস্থ হলেন মহিলা

0
105

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কান্দি মহকুমা হাসপাতালে ১০২ আম্বুলান্স চালকের বিরুদ্ধে জোর করে 400 টাকা নেওয়ার অভিযোগ তুলে ভরতপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করল ভরতপুরের এক মহিলা। অভিযোগকারিণী পিয়ারী বিবি জানান শনিবারের দিন তার দেওরের মেয়ে আয়েশা খাতুন আঠা খেয়ে ফেলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসকেরা আয়েশা খাতুনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করলে ভরতপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তৎপরতায় বিনামূল্যে ১০২ অ্যাম্বুলেন্সে করে কান্দি মহকুমা হাসপাতালে যায় পিয়ারী বিবি তার অসুস্থ দেওরের মেয়েকে নিয়ে। কিন্তু কান্দি মহকুমা হাসপাতাল পৌছতেই পিয়ারী বিবির কাছে জোর করে ৪০০ টাকা চেয়ে নেওয়ার অভিযোগ উঠলো ওই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।

government ambulance took money forcefully
নিজস্ব চিত্র

সরকারি পরিষেবা ১০২ অ্যাম্বুলেন্সের চালকের বিরুদ্ধে জোর করে টাকা নেওয়ার অভিযোগ তুলে সোমবার ভরতপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এবং সংশ্লিষ্ট ১০২ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানালেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভরতপুর ১ নম্বর ব্লক  স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারে জানান তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট ১০২অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলবেন এবং যদি এই ঘটনা সত্য প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনার পর নিন্দার ঝড় সব মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here